সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
৬ মার্চ তৃতীয় ‘‘লক্ষ্মীতারুণ্য’’ উৎসবের দিন ঘোষণা

৬ মার্চ তৃতীয় ‘‘লক্ষ্মীতারুণ্য’’ উৎসবের দিন ঘোষণা

0
Share

৬ মার্চ তৃতীয় ‘‘লক্ষ্মীতারুণ্য’’ উৎসবের দিন ঘোষণা

দেশ-বিদেশে বিভিন্ন পেশায়  নিয়োজিত হয়ে লক্ষ্মীপুর জেলার মুখ উজ্জ্বল করে চলছেন, লক্ষ্মীপুরের এমন তরুণদের বাছাই করে “লক্ষ্মীতারুণ্য” সম্মানে ভূষিত করা হয়  “লক্ষ্মীতারুণ্য” সম্মাননার মাধ্যমে। লক্ষ্মীতারুণ্য সম্মাননাকে অনেকে লক্ষ্মীপুরের নোবেল পুরষ্কার হিসেবেও জেনে আসছেন। 

লক্ষ্মীতারুণ্য নামের একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সংগঠনের কাজের ধারাবাহিকতায় এবছর (২০২০) তৃতীয় “লক্ষ্মীতারুণ্য” সম্মাননা প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে আগামি ৬ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ব্যবসা শিক্ষা অনুষদের  মিলনায়তনকে  উৎসবের জন্য প্রাথমিক ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে।

“লক্ষ্মীতারুণ্য’’ সংগঠনের প্রধান সমন্বয়কারী ও ইংরেজি দৈনিক “দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড” এর স্টাফ করেসপন্ডেন্ট জিয়াউর রহমান চৌধুরী লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, অনুষ্ঠান আয়োজনের বছরের সংখ্যা হিসেবে “লক্ষ্মীতারুণ্য” সম্মাননার জন্য তারুণ্য খোঁজা হয়। এবছর ২০২০ সালে অনুষ্ঠান হচ্ছে বিধায় সর্বোচ্চ ২০জন কে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত হবে। 

জনাব জিয়া আরো জানান, ২০১৭ সালে দ্বিতীয় লক্ষ্মীতারুণ্য হিসেবে ১৭ জন সম্মাননা পায়।  আর  ২০১৬ সালে প্রথম লক্ষ্মীতারুণ্য সম্মাননা পায় ১৬জন।

লক্ষ্মীতারুণ্য অনুষ্ঠান বাস্তবায়নের জন্য প্রতি ঘোষিত বছরে সংগঠনের পক্ষ থেকে একজনকে আহবায়ক করা হয়। সংগঠনের সদস্যদের সভার মাধ্যমে তা নির্বাচন করা হয়। এ বছরের জন্য আহবায়ক  র‌্যাব-৩ এর অপারেশন্স অফিসার এবিএম ফয়জুল ইসলাম।

 

অন্যদিকে লক্ষ্মীতারুণ্য সম্মানে ভূষিত প্রত্যেক তারুণ্যের  ব্যক্তি জীবনী অনলাইনে লিপিবদ্ধ করার উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

আরো পড়ুন: 

দ্বিতীয় লক্ষ্মীতারুণ্য সম্মাননা প্রাপ্তরা হলেন:

  1. প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস প্রভাষক নাজনীন সুলতানা,
  2. প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুর রাজ্জাক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আবদুর রাজ্জাক,
  3. প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহকারী মোহাম্মদ নাছের উদ্দিন,
  4. সহকারী জজ জাকির হোসাইন,
  5.  সহকারী জজ ও কবি আরাফাত বিন আবি তাহির,
  6. সহকারী পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ,
  7.  নির্বাহী ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ,
  8. বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার ইমরুল ইসলাম,
  9. যুক্তরাষ্ট্র সরকার ঘোষিত প্রভাবশালী তরুণ জি এম মনঞ্জুরুল করিম,
  10. ভিয়েলাটেক্স গ্রুপের ব্যবসা প্রযুক্তি বিভাগের প্রধান মাসুম ইকবাল,
  11. ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি বাংলার কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো “মীরাক্কেল” তারকা এমদাদুল হক হৃদয়,
  12. জনপ্রিয় ফুটবলার ফেনী সকার ক্লাবের সাবেক অধিনায়ক আকবর হোসেন রিদন,
  13. এমআইএসটি রোবোটিক্স ক্লাবের সভাপতি, নাজমুল হাসান,
  14. বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান,
  15.  ডা. ইউসুফ মিলন

প্রথম লক্ষ্মীতারুণ্য সম্মাননা প্রাপ্তরা হলেন:

  •  প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি নারী নিশাত মজুমদার,
  • ক্লোজআপ তারকা ইদ্রিস আনোয়ার পরাণ
  • ইন্টারনেট জিনিয়াস সাদমান রহমান ধ্রুব।
  • পুলিশ অফিসার অহিদুজ্জামান নূর জয়
  • মডেল সামিরা খান মাহি
  • চলচ্চিত্র নির্মাতা জিসান মাহাদি

 

লক্ষ্মীতারুণ্য আরও সংবাদ

রামগতি ও কমলনগর থানা পুলিশের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিল ‘লক্ষ্মীতারুণ্য

মেঘনার জেলে ও অসহায় ৭০পরিবার পেল লক্ষ্মীতারুণ্যের খাদ্য সামগ্রী উপহার

লক্ষ্মীতারুণ্য সম্মাননা ২০২০ পাচ্ছেন যে ২০ জন

লক্ষ্মীপুর জেলার নোবেলখ্যাত ‘লক্ষ্মীতারুণ্য’ উৎসব শুক্রবার

লক্ষ্মীপুর জেলার নোবেলখ্যাত তৃতীয় ‘লক্ষ্মীতারুণ্য’ উৎসব ৬ মার্চ

তৃতীয় লক্ষ্মীতারুণ্য উৎসবের টাইটেল স্পন্সর ‘ব্রাভাত বাংলাদেশ’’

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com