সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
একজন নারী রাজনীতিবিদ ফরিদুন নাহার লাইলী এম.পি

একজন নারী রাজনীতিবিদ ফরিদুন নাহার লাইলী এম.পি

একজন নারী রাজনীতিবিদ ফরিদুন নাহার লাইলী এম.পি

সারোয়ার মিরন: নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী। ১৮ দলীয় মহাজোটের ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে এ দুটি উপজেলায় দায়িত্ব পালন করছেন বিগত ০৫ বছর ধরে। নোয়াখালী জেলার সন্তান হয়েও চসে বেড়াচ্ছেন এ দু’টি উপজেলাসহ পুরো লক্ষ্মীপুর জেলা। রামগতি ও কমলনগর উপজেলায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও অনেকেই তার ব্যাপারে বিশেষ কিছু অবগত নয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারীনী হিসেবে তার রয়েছে আলাদা কিছু পরিচয়। নিচে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল: নোয়াখালী সদর উপজেলার ০৩নং নোয়াইর ইউনিয়নের গোরিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১২ ডিসেম্বর ১৯৫৪ সালে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম সাইদুর রহমান এবং মাতার নাম মাহামুদা বেগম। বাবা মায়ের তৃতীয় সন্তান তিনি। স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর ভর্তি হন কুমিল্লা উইমেন্স কলেজে। এই কলেজেই তার রাজনৈতিক জীবনের হাতে খড়ি। এখানেই ছাত্রলীগ কলেজ শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এইচএসসি পাশ করার পর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করা ফরিদুন নাহার লাইলী এ সময় পালন করেন বিশ্ববিদ্যালয় শাখার মহিলা বিষয়ক সম্পাদক এবং শামছুন নাহার হল শাখার সভানেত্রীর দায়িত্ব। ১৯৮০-৮১ইং শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন একমাত্র ছাত্রীবাস সামছুন নাহার হলের ছাত্রী সংসদ নির্বাচনে বিপুল ভোটে ভিপি পদে নির্বাচিত হন। একই বিষয়ে মাস্টার্সও করেন এ বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা জীবন শেষে তিনি পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদিকা হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। তার স্বামীর নাম আকবর হোসেন। তাদের একমাত্র কন্যা এসএমএ জাফরী চিকিৎসা সেবায় নিয়োজিত। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৪ (রামগতি ও কমলনগর) আসনে ১৮ দলীয় মহাজোট থেকে আওয়ামীলীগ এর প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকায় ব্যাপক গণ সংযোগও অব্যাহত রেখেছেন সমান তালে।

জীবনী | ব্যক্তিত্ব আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

নেডারল্যান্ডের শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন লক্ষ্মীপুরের মাইনুল ইসলাম

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা নিহত

ইউএস আর্মি স্পেশালিস্ট পদে নিয়োগ পেলেন বাংলাদেশি যুবক ফরহাদ

৪১তম বিসিএসে ক্যাডার হলেন লক্ষ্মীপুর জেলার ২২ জন

‘ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী অর্জন করলেন লক্ষ্মীপুরের এডভোকেট সালাহ উদ্দিন দোলন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com