প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় ৫৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং ৪ টি পৌরসভার মাধ্যমে (৪ থেকে ১২ অক্টেবর) পর্যন্ত মোট ৭১০৯ জন নিবন্ধন করেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখ থেকে সম্ভাব্য বিদেশ যাওয়ার জন্য লক্ষ্মীপুর জেলায় মোট ৭১০৯ জন নিবন্ধন করেছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৩২৫০, রায়পুর উপজেলায় ১০৬৮, রামগঞ্জ উপজেলায় ১৭৭৭ জন, রামগতি উপজেলায় ৩৮১ জনও কমলনগর উপজেলায় ৫৭৭ জন ১২ অক্টেবর বিকেল ৬টা পর্যন্ত নিবন্ধ করেছে। ১৩ অক্টেবর রাত পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং পৌরসভার মাধ্যমে বিদেশগামী নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। নিবন্ধন ছাড়া কেউ বিদেশ যেতে পারবেনা।
উলে¬খ্য যে, লক্ষ্মীপুর জেলায় সম্প্রতি মালেশিয়া যাওয়ার জন্য প্রায় ১৫ হাজার মানুষ নিবন্ধন করেছে। এ ছাড়া হংকং ও সিঙ্গাপুর যাওয়ার জন্য ৮৮ জন জেলায় নিবন্ধন করেছে।
বর্তমানে বিদেশ যাওয়ার জন্য নিবন্ধন করার জন্য ২৫০ টাকা পাসপোট, জন্মসনদসহ অন্যান্য তথ্যাবলী লাগবে। তাই যারা ভবিষ্যতে যে কোন দেশে কাজ করার জন্য যাওয়ার স্থির করলে তাকে অবশ্যই চলমান নিবন্ধনে অংশগ্রহন করতে হবে।
0Share