খাগড়াছড়ি: মাধ্যমিক গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘খাগড়াছড়ি শিশু কিশোর মেলা’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পৌর শাপলা চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট হাইস্কুল, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় ও মাটিরাংঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
0Share