সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চেয়ারম্যানের চাইতে প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থীরা

লক্ষ্মীপুরে চেয়ারম্যানের চাইতে প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থীরা

লক্ষ্মীপুরে চেয়ারম্যানের চাইতে প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থীরা

up-electionআলী হোসেন: লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা। প্রচার-প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে মেম্বার প্রাথীরা এগিয়ে রয়েছে। পাড়া-মহল্লাগুলোতে এখন চলছে নির্বাচনী আমেজ। সরগরম এলাকার চায়ের দোকানগুলো। নির্বাচনকে কেন্দ্র করে বিকি-বাট্টাও বেড়েছে এসব দোকানে। ব্যস্ত সময় পার করছেন দোকানীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নের। আগামী ২৮ মে পঞ্চম ধাপে সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব এলাকার ভোটাররা জানান, সৎ, যোগ্য এবং সুখে দুঃখে যাকে কাছে পাওয়া যাবে তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। পাশাপাশি বখাটে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা বলিষ্ট ভূমিকা রাখবে তাদেরকেই নির্বাচিত করা হবে।

নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখা গেছে, ১২টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে অন্ততপক্ষে ৫/৬ জন করে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কোনো কোনো ওয়ার্ডে ৭/৮ জন প্রার্থীও রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থক একাধিক প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থক একাধিক মেম্বার প্রার্থীর বিপরীতে বিএনপির একক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় সুবিধাজনক অবস্থায় রয়েছেন তারা। তবে স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনের দিন সরকার দল সমর্থক মেম্বার প্রার্থীরা কেন্দ্রে নিজেদের প্রভাব বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। এক্ষেত্রে সংঘর্ষের আশঙ্কায় অনেকে কেন্দ্রে ভোট দিতে যাবেন না বলেও জানান।

উপজেলার সবচেয়ে আলোচিত ইউনিয়ন চন্দ্রগঞ্জে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কারণ হিসেবে জানা গেছে, সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে ৯টি ইউনিয়ন নিয়ে আলাদা চন্দ্রগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছে দুই বছরে আগে। চন্দ্রগঞ্জ ইউনিয়নটি থানা শহরের স্বাগতিক ইউনিয়ন হওয়ায় সবচেয়ে বেশি আলোচিত এই ইউনিয়ন। চন্দ্রগঞ্জে উপজেলা ও পৌরসভা বাস্তবায়নেরও প্রস্তাবনা রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এ ইউনিয়নের পাশেই নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলার অবস্থান। দুই জেলার সীমান্তবর্তী হওয়ায় চন্দ্রগঞ্জ বাজারটি বিশাল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। সব মিলিয়ে সদর উপজেলা এবং জেলার মধ্যে চন্দ্রগঞ্জ একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯শ’ ৯৫ ভোট। এ ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৯নং গণিপুর ওয়ার্ডে আ.লীগ সমর্থিত ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক হিরন (মোরগ), একই দলের জহির উদ্দিন খোকন (ফুটবল) ও বিএনপি সমর্থিত মোঃ নুরুল হুদা (ঘুড়ি) সহ তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে এ ওয়ার্ডে মোরগ প্রতিক নিয়ে প্রচার-প্রচারণায় এবং জনমত জরিপে এগিয়ে রয়েছেন, ওবায়দুল হক হিরন। রাজাপুর, ছোট রশিদপুর, গণিপুর ও রামচন্দ্রপুর এ চারটি গ্রাম নিয়ে গঠিত ৯নং ওয়ার্ড। এ ওয়ার্ডে হিরনের জয়লাভের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন ভোটাররা।

৮নং ধন্যপুর ওয়ার্ডে বিএনপি সমর্থিত আবু মিয়া (ঘুড়ি) ও কফিল উদ্দিন (আপেল), আ.লীগ সমর্থিত ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (টিউবওয়েল) ও একই দলের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ (মোরগ)।

৭নং বসুদুহিতা ওয়ার্ডে বিএনপি সমর্থিত আবুল কাশেম (টিউবওয়েল), আ.লীগের শাহজাহান গাজী (মোরগ) ও একই দলের থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম (বৈদ্যুতিক পাখা) এবং হাবিবুর রহমান (ফুটবল)।

৬নং শেখপুর ওয়ার্ডে আ.লীগ সমর্থিত চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর (মোরগ) ও বিএনপি সমর্থিত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম (ফুটবল)। এ ওয়ার্ডে উভয় দলের একক প্রার্থী রয়েছে।

৫নং দেওপাড়া ওয়ার্ডে আ.লীগ সমর্থিত ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোলায়মান (মোরগ), একই দলের আব্দুল আলীম সাহাবউদ্দিন (ফুটবল) এবং আব্দুল খালেক (টিউবওয়েল)।

৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডে আ.লীগ সমর্থিত ছালাউদ্দিন সবুজ (মোরগ), বিএনপি সমর্থিত মোঃ সামছুল আলম (তালা), ও ফছিউল আলম সফি (ফুটবল) এ তিনজনে লড়াই করছেন। তবে এ ওয়ার্ডে প্রচারণায় এগিয়ে রয়েছেন সামছুল আলম ও ছালাউদ্দিন সবুজ। তাদের দুইজনের মধ্যে মূল লড়াই হবে বলে ভোটাররা জানান।

৩নং আমানীলক্ষ্মীপুর ওয়ার্ডে আ.লীগ সমর্থিত আব্দুর রহমান (মোরগ) ও সফিক আলম (ফুটবল), বিএনপি সমর্থিত ওমর ফারুক শামীম (বৈদ্যুতিক পাখা), মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়া (টিউবওয়েল), দেলোয়ার হোসেন (আপেল) ও মোঃ হানিফ চৌধুরী (তালা) সহ ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

২নং দক্ষিণ পাঁচপাড়া ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন, আবুল খায়ের (তালা), বিএনপি সমর্থিত মাহবুব আলম সেলিম (ফুটবল), মোঃ আব্দুল হালিম (মোরগ), আ.লীগ সমর্থিত মোঃ নুর আলম নুরু টেইলার্স (আপেল) ও মোঃ সফিকুল ইসলাম শিপন (বৈদ্যুতিক পাখা)।

১নং উত্তর পাঁচপাড়া ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি সমর্থিত আলী আহম্মদ (টিউবওয়েল) ও মোঃ সফিকুল ইসলাম সফি হুজুর (বৈদ্যুতিক পাখা), আ.লীগ সমর্থিত মোঃ মহসীন রানা ও মোঃ হামিদুল হক (তালা) এবং রফিকুল ইসলাম (মোরগ)।

এ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আ.লীগের একাধিক প্রার্থী থাকলেও বেশিরভাগ ওয়ার্ডে বিএনপি সমর্থিত একক প্রার্থী রয়েছে।

এ দিকে সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কাজী রোকেয়া বেগম। ১,২ ও ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন, রহিমা বেগম (মাইক) ও হাসিনা আক্তার (তালগাছ), ৭,৮ ও ৯নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন আমেনা বেগম (মাইক), জাহানারা বেগম (কলম), রেহানা বেগম (বই) ও শান্তারানী নাথ (হেলিকপ্টার)।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com