সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
দেশ প্রেমে গড়ে উঠুক আমাদের হৃদয়

দেশ প্রেমে গড়ে উঠুক আমাদের হৃদয়

0
Share

দেশ প্রেমে গড়ে উঠুক আমাদের হৃদয়

চৌধুরী মাহমুদুন্নবী সোহেল: খাওয়া, আড্ডায়, হাসি আর তামাশায় ব্যস্ত সবাই। হঠাৎ গুলির শব্দ,তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে কিছু তরুন অস্ত্র হাতে আর তারা চিৎকার করে বলে উঠল ইসলামিক যোদ্ধা,ইসলামিক রাষ্ট্র কায়েম করতে এসেছে।

sohel-mahmudun

বুঝতে বাকি নেই কেউই ….!  একটু পর হারিয়ে গেল সকলের হাসির শব্দ। পড়ে রইল খাবার গুলো আর লাল রক্তে ভরে উঠল আড্ডার স্থানগুলো, পড়ে রইল রক্তাক্ত ছিন্নভিন্ন দেহগুলো। যাদের জন্য অপেক্ষা করছিল তাদের আপনজন কিংবা বাসা ফিরা হত আপনজনের হাতধরে।

শুরু হল নতুন এক আতংক, সবাই দেখল রক্তাক্ত বাংলাদেশ স্তম্ভিত বাংলার মানুষ। তারপর ক্রমান্বয়ে আরো কয়েকটি স্থানে ওদের হিংস্র হামলা। এমনকি ঈদের দিনও ঈদের সবচেয়ে বড় জামাতে মুসুল্লিদের উপর হিংস্র থাবা।

এইকি! ওরাতো বলছে ওরা ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছে। তাহলে নিরিহ মানুষ আর নামাজরত মুসুল্লিদের মেরে এই কোন ইসলামিক রাষ্ট্রকে কায়েক করতে এসেছে এই ইসলাম নামধারী বিপদগ্রামী তরুণরা ?? ক্ষুব্ধা হয়ে উঠে স্বাধীন চেতনার বাংলার মানুষগুলি।

প্রথম দিন থেকে থেমে নেই আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনির সদ্যসরা । তারা তাদের সর্বোচ্চ দিয়ে এমনকি জীবন দিতে হয়েছে অনেককে তারপরও ঠেকিয়ে চলছে শুরু থেকে আর অন্যদিকে বাংলাদেশের মানুষগুলি প্রতিটি পাড়া-মোহল্লায়/প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এদের বিরুদ্ধে ঘৃনার প্রতিবাদ জানায়,সচেতন করে তুলে প্রত্যক প্রত্যকে এবং গড়ে তুলে দেশপ্রমের বলয়। দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনীর সাহসিকতা আর দেশপ্রেমের বলয়তে খুব অল্প সময়ে রুখে দেওয়া হয় বিপদগ্রামী এই তরুনদের।

কিন্তু এদের পরিচয়…??? খুজে পাওয়া যায় ওদের পরিচয় এক এক করে আর ভ্র কুঁচকে যায় সকলের। কারন ওরা এই দেশের শিক্ষিত তারুণ্য,অনেকে আবার সামাজিক এবং অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তাহলে কেন তারা এই পথে ??? কেন তারা ইসলাম ধর্মের দোহাই দিয়ে জীবন দেওয়া নেওয়ার ময় ভয়ংকর খেলায় মেতে উঠেছে এই সুন্দর পৃথিবী সুন্দর পরিবার ছেড়ে??? যে ধর্মে সুস্পষ্ট ভাবে বলা আছে মানুষ হত্যা মহাপাপ। শুধু তাই নয় সকল ধর্মের মানুষ হত্যা মহাপাপ।

তাহলে কি এমন কি কারন হতে যে ছেলে এই দেশে জন্ম নিয়ে এই দেশের আলো বাতাসে বেড়ে উঠে হঠাৎ করে ইসলামের দোহাই দিয়ে এই দেশকে অস্বীকার করে এই দেশের নিরিহ মানুষদের হত্যা করে এবং নিজ জীবনকে মৃত্যুর কূপে ঢেলে দেয়। মৃত্যুর পর তাদের লাশ নিতে অস্বীকার জানায় পরিবার ঘৃনার ভরে। এতকিছু দেখার পরও কেন তারা বিপদগ্রামী হচ্ছে এই ভুল পথে!

হয়তো বিপদগ্রামী তরুণটি যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কিংবা যে পরিবার থেকে বেড়ে উঠেছে সেই শিক্ষার মধ্য কিংবা পরিবার উৎসাহিত করেনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে কিংবা শুনানো হয়নি ওদের আমাদের ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের মত বীরত্বের কাহানি বা তুলে ধরেনি আমাদের দেশীয় সংস্কৃতি।

যে সংস্কৃতি বহন করে আমাদের পরিচয় আমাদের ঐতিহ্য আর আমি বাংলাদেশী হিসেবে মনে প্রানে বিশ্বাস করি কোন জাতি তার পরিচয় কিংবা ঐতিহ্যকে হত্যা করতে পারেনা আর যদি তা হয়ে থাকে তাহলে এখন থেকে শুরু করতে হবে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং জানাতে হবে আমাদের দেশের ত্যাগ,অর্জন,বিজয়ের গল্প আর এই গল্প শুরু হবে প্রতিটি পরিবার দিয়ে আর পূর্ণতা দিবে প্রত্যকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

তাহলে আজ থেকে পরিবারের সকল সদ্যসের উপস্থিতিতে সকাল দুপুর এবং রাতের খাবার আড্ডাময় হয়ে উঠুক দেশপ্রেমের গল্প দিয়ে। পারিবারিক প্রতিটি বিনোদন ভরে উঠুক দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। অবকাশ যাপন হোক পরিবারের সকলের সাথে দেশের ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ স্থান সমূহে। বাসার প্রতিটি দেওয়াল ভেসে উঠুক দেশীয় স্থির চিত্র দিয়ে এবং বুক সেলফটি ভরে উঠুক ইতিহাস সমৃদ্ধ বই দিয়ে আর অভ্যাস গড়ে তুলুক সকলেই বই পড়ার।

একই সাথে শুরু হোক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ক্লাসে এক সুরে এক হৃদয়ে গেয়ে উঠুক প্রতিদিন “আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি” আর শেষক্ষনটি শেষ হোক দেশপ্রেমের গল্প শুনে। চর্চা থাকুক দেশীয় সংস্কৃতির প্রতি সপ্তাহে। থাকুকু বির্তক,কুইজ,উপস্থিত বক্ততিতা,সেমিনার এবং খেলাধুলাসহ নান ধরনের প্রতিযোগিতার আয়োজন সাথে শিক্ষা সফর ঐতিহাসিক স্থান সমূহগুলোতে বছরে একবার হলেও।

তাহলে পরিবার আর শিক্ষা প্রতিষ্ঠান এই দুইক্ষেত্রে যদি নিশ্চিত করা যায় দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ তাহলে নিশ্চিত করা যাবে নিরাপদ বাংলাদেশ। কারন সকল বিপদগ্রামী সকল রাস্তাবন্ধের একমাত্র সহজ সমাধান সবাইকে দেশপ্রমে উদ্বুদ্ধকরণ । জয় বাংলা বলে আগে বাড়ো…..

লেখক: সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, লক্ষ্মীপুর জেলা শাখা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় ৩০ জেলের জরিমানা

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com