সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সবজি বাজার অস্থির, কমছে মাছের দাম

লক্ষ্মীপুরে সবজি বাজার অস্থির, কমছে মাছের দাম

লক্ষ্মীপুরে সবজি বাজার অস্থির, কমছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সবজির দাম বাড়লেও বাজারে ইলিশ আসতে শুরু করায় অন্য মাছের দাম কমছে। মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাড়েনি চাল, ডাল ও তেলের দাম। তবে, পেঁয়াজ-রসুনের ঝাঁজ ও কাঁচা মরিচের ঝাঁল বেড়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টায় লক্ষ্মীপুরের প্রধান প্রধান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে প্রচুর দেশীয় ও কার্প জাতীয় মাছ রয়েছে। ইলিশের দাপটে অন্য সব মাছের দাম কেজি প্রতি ২০ থেকে ১০০ টাকা কমেছে। এদিকে টানা বৃষ্টির কারণে স্থানীয় কৃষকদের মাঠের সবজি পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে শাক-সবজির প্রতিদিনই বাড়ছে। টানা বৃষ্টি থাকলে আরও বাড়বে। বর্ষা মৌসুম হওয়ায় বাজারে প্রায় সব প্রজাতির মাছ রয়েছে।

যে কারণে মাছের দাম কম। এক সপ্তাহ আগে কাতল মাছের দাম ছিলো ৪০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। রুই ৩০০ থেকে নেমে ২৭০ টাকা। পাঙ্গাস ১৩০ টাকা থেকে নেমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৪০ টাকা থেকে কমে ১২০ টাকা। সিলভারকার্প ১৮০ থেকে ১৬০ টাকা। এছাড়া দেশীয় প্রজাতির টাকি-শোল, সিং, মাগুর, কৈ মাছের দামও কমেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩৪-৩৫ টাকা থেকে বেড়ে ৪৮-৫০ টাকায় দাঁড়িয়েছে, রসুন ৯৫ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা। কাঁচা মরিচ বিক্রি করছে ১৫০ টাকায়। পেঁয়াজের ঝাঁজ ও কাঁচা মরিচের ঝালের প্রভাব পড়েছে অন্য সব সবজির মধ্যে। টমেটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা, গাজর ও করলা ৫০ থেকে বেড়ে ৭০ টাকা। তরীর কেজি ১০ বেড়ে ৪০ টাকা। পটল ৪০ থেকে বেড়ে এখন ৫০ টাকা। শশা কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ টাকা। বেগুনে ১০ টাক বেড়ে ৫০ টাকা। শিমের কেজির ১০০ টাকা। তবে আলু, তেল, চিনি লবনের দাম বাড়েনি। মাংসের বাজার স্থিতিশীল। হাড়সহ গরুর মাংস ৫০০ টাকা, হাড় ছাড়া ৬০০ টাকা। খাসির মাংস ৭৫০ টাকা। দেশীয় মুরগি ২৫০টাকা, পল্টি ১৩০, কক মুরগি ২২০ টাকা। এদিকে ডিমের দাম হালিতে ৪ টাকা বেড়ে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরম মশলাসহ লক্ষ্মীপুরে সবজির দাম বেড়েছে, কমেছে মাছের দাম।

ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টির কারণে স্থানীয় কৃষকদের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোক্তা ও ব্যবসায়ীরা বলেন, এখন বর্ষা মৌসুম হওয়ায় খাল-বিল থেকে প্রচুর পরিমান দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। বাজারে ইলিশ উঠছে যে কারণে অন্যসব মাছের দাম আগের চেয়ে কম।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

কমলনগরে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com