সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন: যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড

ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন: যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড

ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন: যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড

সানা উল্লাহ সানুঃ আগামী ডিসেম্বরে (সম্ভাব্য ২৮) প্রথমবারের মতো জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য নভেম্বর মাসের প্রথম দিকে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে জেলা পরিষদ নির্বাচনের খসড়া বিধিতে।
স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে ভোটের ওই তারিখ (২৮ ডিসেম্বর) জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৬ অক্টোবর জাতীয় সংসদে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ পাস হয়। যাতে জেলা পরিষদে ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়। একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন। প্রতিটি জেলাকে ১৫টি ওয়ার্ডে ভাগ করে নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ভিত্তিক ভোট কেন্দ্র রাখা হবে। ওই আইনে বলা হয়েছে নির্বাচন করতে চাইলে জেলা পরিষদের বর্তমান প্রশাসকদের পদ ছাড়তে হবে।

zillaparishad

জেলা পরিষদ নির্বাচনে ২৫ বছর বয়সী যে কোনো ভোটার প্রার্থী হতে পারবেন, যদিও ভোট দিতে পারবেন না। ভোটাধিকার থাকবে কেবল জেলার অন্তর্ভুক্ত সিটি/পৌর মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের। আর প্রার্থীর প্রস্তাবক-সমর্থক হতে হবে তাদেরই।

আসন্ন জেলা পরিষদের নির্বাচন লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা কে ৫টি সংরক্ষিত এবং ১৫টি সাধারণ ওর্য়াডে সীমানা বিভক্ত করে গত ১০ আগষ্ট তারিখে লক্ষ্মীপুর জেলা প্রসাশক একটি চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে । উক্ত তালিকা অনুসারে সংরক্ষিত ১নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে, ১,২,৩ । সংরক্ষিত ২নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ ৪,৫,৬ । সংরক্ষিত ৩নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ ৭,৮,৯ । সংরক্ষিত ৩নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ সংরক্ষিত ৪নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ ১০,১১,১২ সংরক্ষিত ৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ ১৩,১৪ এবং ১৫। জেলার ৫টি উপজেলার ৫৮ ইউনিয়ন এবং ৪টি পৌরসভা এ সকল সাধারণ ওর্য়াডের অর্ন্তভুক্ত হয়েছে। জেলার সকল উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

লক্ষ্মীপুরের ৫৮ ইউনিয়ন এবং ৪টি পৌরসভা যে সকল জেলা পরিষদের যে সকল নির্বাচনী ওর্য়াডে অন্তর্ভুক্ত হয়েছে,

ওর্য়াড-১:  রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন, নোয়গাও ইউনিয়ন, চন্ডিপুর ইউনিয়ন, ইছাপুর ইউনিয়ন।

ওর্য়াড-২:  রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন, ভাদুর ইউনিয়ন, ভোলাকোট ইউনিয়ন।

ওর্য়াড-৩ঃ  রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন, দরবেশপুর ইউনিয়ন, লামচর ইউনিয়ন, সদর উপজেলার বশিকপুর এবং উত্তর হামছাদী ইউনিয়ন।

ওর্য়াড-৪:  রায়পুর উপজেলার চরপাতা , দক্ষিণ চর আবাবিল, উত্তর চর আবাবিল, রায়পুর ইউনিয়ন।

ওর্য়াড-৫:  রায়পুর উপজেলার উত্তর চর বংশী, দক্ষিণ চর বংশী, চর মোহনা, সোনাপুর এবং সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন।

ওর্য়াড-৬:  রায়পুর পৌরসভা, কেরোয়া, বামনী এবং সদর উপজেলার দক্ষিণ হামছাদী ই্উনিয়ন।
ওর্য়াড-৭:  সদর উপজেলার উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, চরশাহী, হাজীরপাড়া ইউনিয়ন।
ওর্য়াড-৮: সদর উপজেলার দত্তপাড়া, দিঘলী, বাঙ্গাখাঁ, মান্দারী ইউনিয়ন।
ওর্য়াড-৯: লক্ষ্মীপুর পৌরসভা, চর রুহিতা, পার্বতীনগর, লাহারকান্দি ইউনিয়ন।
ওর্য়াড-১০:  সদর উপজেলার কুশাখালী, ভবানীগঞ্জ, তেয়ারিগঞ্জ এবং কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন।
ওর্য়াড-১১: সদর উপজেলার শাকচর, চর রমনী মোহন, টুমচর এবং কমলনগরের চরকালকিনি ইউনিয়ন।
ওর্য়াড-১২:  কমলনগর উপজেলার চর লরেঞ্চ, চর মার্টিন, সাহেবেরহাট এবং হাজীরহাট ইউনিয়ন।
ওর্য়াড-১৩:  কমলনগরের চর কাদিরা, চর ফলকন, পাটারিরহাট এবং রামগতির চর বাদাম ইউনিয়ন।
ওর্য়াড-১৪: রামগতি পৌরসভা এবং চর আবদুল্লাহ, চর আলগী , চর আলেকজান্ডার ইউনিয়ন।
ওর্য়াড-১৫:  রামগতি উপজেলার চর পোড়াগাছা, চর গাজী , চর রমিজ, বড় খৈরী ইউনিয়ন।

জানা যায়, ১৯৮৮ সালে স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকারের নিয়োগ দেওয়ার বিধান ছিল। ২০০০ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনে নতুন আইন করে। ২০১১ সালের ১৫ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ‘অনির্বাচিত’ প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে ইসি। গত ৬ অক্টোবর জাতীয় সংসদে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ পাস হয়। বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসাবে আছেন সাবেক সচিব শামছুল ইসলাম।

যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড

জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত লড়বেন ৯৬ প্রার্থী

লক্ষ্মীপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন

লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আনারস, ঘোড়া, হেলিকপ্টারসহ ৮৪ প্রার্থীর প্রতীক

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সাত্তার পালোয়ান

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারফ, কাজ করবে আ’লীগ

কমলনগর ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি

রামগতিতে আ.লীগ অফিস ভাংচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা

লক্ষ্মীপুরে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের তিন ইউনিয়নে জিতেছে আ’লীগ প্রার্থী

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com