সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
কলাগাছের মিনার আর কতকাল ?

কলাগাছের মিনার আর কতকাল ?

0
Share

কলাগাছের মিনার আর কতকাল ?

শাকের মোহাম্মদ রাসেল:: “মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন সুর বেজে ওঠে দেশসহ বিদেশেও। কিন্তু এ সুর বাজাতে গিয়ে হতাশায় ভোগেন লক্ষ্মীপুরের বহু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কারণ এসব শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। বছরের পর বছর বাঁশের কঞ্চি আর কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনারই একমাত্র ভরসা তাদের। বইতে ভাষা শহীদদের ইতিহাস পড়ে- বুঝলেও বাস্তবে তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে এখনো পারেনি এসকল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। তাই তাদের আক্ষেপ কলাগাছের মিনার আর কতকাল ? কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কিংবা সরকারী ভাবে নির্মাণের প্রতিশ্রুতি দিলেও এখনো নির্মিত হয়নি শহীদ মিনার।

জেলা শিক্ষা অফিস তথ্য অনুযায়ী, জেলার ৫টি উপজেলায় ১ হাজার ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার অধিকাংশ প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এতে করে কোমলমতি শিশু ও তরুণ ছাত্রছাত্রীরা ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত হচ্ছে।
প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি এলে এসব প্রতিষ্ঠানে বাঁশ ও কলা গাছের অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শিশু ও তরুণরা শহীদ দিবস পালন করেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের কোন প্রজেক্ট নেই। একটি প্রজেক্ট অনুমোদন হলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। তবেসরকারী ভাবে কোন প্রজেক্ট আসলে পর্যাক্রমে শহীদ মিনার নির্মাণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার নির্মাণ করে নতুন প্রজন্মকে ভাষা শহীদের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীরা ভাষা শহীদদের সম্মান অক্ষুন্ন রাখবে। এমনটাই আশাবাদী সংশ্লিষ্টদের।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com