সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
একুশের গ্রন্থমেলায় আরাফাত বিন আবি তাহিরের কাব্যগ্রন্থ “মনে মনে হেমন্ত বনে”

একুশের গ্রন্থমেলায় আরাফাত বিন আবি তাহিরের কাব্যগ্রন্থ “মনে মনে হেমন্ত বনে”

0
Share

একুশের গ্রন্থমেলায় আরাফাত বিন আবি তাহিরের কাব্যগ্রন্থ “মনে মনে হেমন্ত বনে”

নিজস্ব প্রতিনিধিঃ এবারের একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহে প্রকাশিত হবে  বিচারক আরাফাত বিন আবি তাহিরের কাব্যগ্রন্থ “মনে মনে হেমন্ত বনে”। দেশ পাবলিকেশন্স প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটির কবিতাগুলো কবিতা প্রিয় পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে আশা করছেন প্রকাশক। এ প্রসঙ্গে দেশ পাবলিকেশন্স সত্ত্বাধিকারী লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানান, তার প্রকাশনী থেকে এমন একজন মেধাবী মানুষের কবিতার বই (কাব্যগ্রন্থ) প্রকাশ করতে পেরে তিনি গর্ববোধ করছেন। “মনে মনে হেমন্ত বনে” কাব্যগ্রন্থের কবি ও বিচারক আরাফাত বিন আবি তাহির বলেন, এটি আমার প্রথম বই।

প্রথম বইয়েই তিনি পাঠকদের সাড়া পাবেন বলে আশা করছেন। তিনি জানান, পাঠকদের সাড়া ও অনুপ্রেরণা পেলে আগামীতে আরো বই প্রকাশ করার ইচ্ছা রয়েছে তাঁর। প্রকৃতি, প্রেম, ভালোবাসা এবং অনুভুতি মিশ্রনে লেখা “মনে মনে হেমন্ত বনে” কাব্যগ্রন্থটিতে ৬৫টি কবিতা রয়েছে। বিধান সাহা এর আঁকা প্রচ্ছদে বইটির বিক্রয় মূল্য ১৫০ টাকা। মেলায় ২৫% কমিশনে পাওয়া যাবে ১১৩ টাকায় । বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার বাংলা একাডেমির চত্ত্বরের দেশ পাবলিকেশন্সের ৪৫২ এবং ৪৫৩ নম্বরে স্টলে। এছাড়া বইটি লক্ষ্মীপুরের একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে। ডাক যোগে কিনতে হলে (চার্জ সহ) কিনতে হবে ১৪০ টাকা দিয়ে।

প্রসঙ্গত: “মনে মনে হেমন্ত বনে” কাব্যগ্রন্থের কবি আরাফাত বিন আবি তাহির চট্টগ্রাম বিভাগের একটি জেলায় বিচারক হিসেবে দায়িত্বরত আছেন। ছাত্র জীবন থেকেই তিনি সাহিত্য প্রেমি ছিলেন। সে প্রচেষ্টার অংশ হিসেবে এ কাব্য গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

শোকাবহ আগষ্টের কাব্যগাঁথা “মুজিব চিরঞ্জীব”

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com