সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নতুন সূচিতে শুরু হচ্ছে বিপিএল

নতুন সূচিতে শুরু হচ্ছে বিপিএল

নতুন সূচিতে শুরু হচ্ছে বিপিএল

bpl-2016বৈরী আবাহওয়ার কারণে শুক্রবার প্রথম দিন দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিন শনিবারও পরিত্যক্ত ঘোষণা করা হয় বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ। এরপর বিসিবি জানায়, শনিবারের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে! বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থগিত হয়ে গেছে আজ রবিবারের ম্যাচ দুটিও। বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে এই টুর্নামেন্ট নতুন করে শুরু হবে। সে অনুযায়ী আগের পরিত্যক্ত ও স্থগিত ম্যাচগুলোও আবারও আয়োজন করা হবে।

শনিবার ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি-মালিকদের সঙ্গে আলোচনায় বসে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। সেখানেই সিদ্ধান্ত হয়, শনিবার ও রবিবারের ম্যাচগুলো স্থগিত করার। এরপর এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, বৃষ্টির জন্য প্রথম তিন দিন খেলার কোনো সুযোগই নেই। তাই আগামী মঙ্গলবার থেকে খেলা শুরু হবে। সেদিনের দ্বিতীয় ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংসের খেলার কথা। কুমিল্লা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন তাই এই ম্যাচটি প্রথমে হতে পারে। রাতের ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস।

বিপিএলের সূচি:
ঢাকা পর্ব-১

০৮ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস।

০৮ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট):  বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস।

০৯ নভেম্বর, বুধবার (দুপুর ২.০০ মিনিট): রাজশাহী কিংস-খুলনা টাইটান্স।
০৯ নভেম্বর, বুধবার (সন্ধ্যা৭.০০ মিনিট): চিটাগাং ভাইকিংস-রংপুর রাইডার্স।

১০ নভেম্বর বৃহস্পতিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স।

১১ নভেম্বর শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট): বরিশাল বুলস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১১ নভেম্বর শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট): ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস।

১২ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট): চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স।
১২ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স।

১৩ নভেম্বর, রোববার (দুপুর ২.০০ মিনিট):  রাজশাহী কিংস-বরিশাল বুলস।
১৩ নভেম্বর, রোববার (সন্ধ্যা ৭.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স।

১৪ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট):  চিটাগাং ভাইকিংস-বরিশাল বুলস।

১৪ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট):  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস।

১৫ ও ১৬ নভেম্বর- চট্টগ্রামের পথে যাত্রা

চট্টগ্রাম পর্ব:
১৭ নভেম্বর, বৃহস্পতিবার (দুপুর ২.০০ মিনিট): ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস।

১৭ নভেম্বর, বৃহস্পতিবার (সন্ধ্যা ৭টা): রংপুর রাইডার্স-বরিশাল বুলস।

১৮ নভেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট): চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস।
১৮ নভেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স।

১৯ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট): ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স।
১৯ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস।

২০ নভেম্বর: বিশ্রাম

২১ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট): ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস।
২১ নভেম্বর, সোমবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ানস-চিটাগাং ভাইকিংস।

২২ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট): রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স।
২২ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): চিটাগাং ভাইকিংস-বরিশাল বুলস।

২৩ ও ২৪ নভেম্বর-চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার পথে যাত্রা

ঢাকা পর্ব ২
২৫ নভেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট): রংপুর রাইডার্স-রাজশাহী কিংস।
২৫ নভেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট): বরিশাল বুলস-খুলনা টাইটান্স।

২৬ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস।
২৬ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): খুলনা টাইটান্স-রাজশাহী কিংস।

২৭ নভেম্বর, রোববার (দুপুর ২.০০ মিনিট): বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস।
২৭ নভেম্বর, রোববার (সন্ধ্যা ৭.০০ মিনিট): রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস।

২৯ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস
২৯ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স

৩০ নভেম্বর, বুধবার (দুপুর ২.০০ মিনিট): রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস
৩০ নভেম্বর, বুধবার (সন্ধ্যা ৭.০০ মিনিট): কুমিল্লা-রাজশাহী কিংস

০১ ডিসেম্বর- বিশ্রাম

০২ ডিসেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট):  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স
০২ ডিসেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট): ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস

০৩ ডিসেম্বর, শনিবার (দুপুর ২টা):  রংপুর রাইডার্স-বরিশাল বুলস
০৩ ডিসেম্বর, শনিবার (সন্ধ্যা ৭টা): চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস

০৪ ডিসেম্বর, রোববার (দুপুর ২টা): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স
০৪ ডিসেম্বর, রোববার (সন্ধ্যা ৭টা): ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স

০৬ ডিসেম্বর, মঙ্গলবার (দুপুর ২টা): ইলিমিনেটর-ওয়ান
০৬ ডিসেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭টা): প্রথম কোয়ালিফায়ার

০৭ ডিসেম্বর, বুধবার (সন্ধ্যা ৭টা): দ্বিতীয় কোয়ালিফায়ার

০৮ নভেম্বর-বিশ্রাম

০৯ ডিসেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭টা): ফাইনাল
১০ ডিসেম্বর-রিজার্ভ ডে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

যুদ্ধের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী

শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৭৭ ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

কলকাতায় শুরু হচ্ছে ‘ইন্দো-বাংলা নোয়াখালী উৎসব’

তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী করে ফেনী থিয়েটারের কমিটি গঠন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com