সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হত্যার দায়ে ১৬ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে হত্যার দায়ে ১৬ জনের যাবজ্জীবন

0
Share

লক্ষ্মীপুরে হত্যার দায়ে ১৬ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে লোকমান হোসেন নামে এক কৃষককে হত্যার দায়ে ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলেন, মোঃ মোস্তফা, মোঃ মনির, মোঃ নাহিদ, রেজাউল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলতাফ, মফিজুল ইসলাম ওরফে ধনা, মোঃ রুবেল, সহিজুল ইসলাম, আইয়ুব আলী, মোঃ মোরশেদ, অহিদের রহমান, মোঃ জিন্নাহ, মোঃ আব্বাস, মোঃ হান্নান ও মোঃ মাকসুদ। তারা সবাই রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের বাসিন্দা। রায়ের সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

কৃষক হত্যা মামলার এজাহার ও রায়ের কপি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জানুয়ারি সকালে সবুজ গ্রামের বাসিন্দা ইদ্রিস পন্ডিতের ছেলে কৃষক লোকমান নিজ গ্রামে সয়াবিন রোপন করতে যায়। এ সময় আসামিরা পরিকল্পিতভাবে তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করে। আহত লোকমানকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বাড়ি আনলে ১০ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। ১১ ফেব্রুয়ারি বড় ভাই আবদুল গফুর ১৬ জনকে আসামি করে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি (এপিপি) অ্যাডভোকেট আবুল কালাম বিষটির নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি ও স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত কৃষক লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ১৬ জন আসমিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের রায় দেন।

আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, আসামি পক্ষের আইনজীবি হিসবে বলবো এ রায় ন্যায়সঙ্গত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি উচ্চ আদালতে ন্যায়সঙ্গত বিচার পাবো।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

কমলনগরে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com