সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্ঘটনায় সাড়ে ৩ বছরে লাশ হয়ে লক্ষ্মীপুর ফিরেছে ২৫ প্রবাসি

দুর্ঘটনায় সাড়ে ৩ বছরে লাশ হয়ে লক্ষ্মীপুর ফিরেছে ২৫ প্রবাসি

বিশেষ প্রতিবেদন, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: মাত্র সাড়ে ৩ বছরের মাথায় মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে সড়ক ও অগ্নিকান্ডের মতো দুর্ঘটনার কারণে  লাশ হয়ে লক্ষ্মীপুর ফিরলো ২৫ প্রবাসি। ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ সকল লাশের  খবর লক্ষ্মীপুরের স্বজনদের কাছে আসে। এর মধ্যে এ বছরের প্রথম ৬ মাসেই নিহত হয়েছে ৭জন, ২০১৭ সালে ৮ জন, ২০১৬ সালে ৭জন এবং ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে ৩ জন। লক্ষ্মীপুরের অনলাইন গনমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে প্রকাশিত সংবাদ এবং নিহত ব্যক্তিদের স্বজন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ সংখ্যাটি নিশ্চিত হওয়া গেছে।

যার মধ্যে সৌদি আরবে ১৫জন, ওমানে ৭ জন, আফ্রিকায় ১ জন, কাতারে ১জন, আরব আমিরাতে ১জন নিহত হন। এদের অনেকের লাশই দেশে ফিরেছে।

নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়, ১জন রামগতির, রায়পুরের ৫জন, লক্ষ্মীপুর সদর উপজেলার ৫জন এবং রামগঞ্জ উপজেলার ১জন। ১৬ জন সড়ক দুর্ঘটনায়, কারখানায় ১জন, বোমা হামলায় ১জন এবং ৭জন অগ্নিকান্ডে নিহত হয়েছেন।

এ বছরের 

৪ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন কমলনগরের ২ জন: 

বুধবার(৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরের নিকটবর্তী কিং আব্দুল আযীয সড়কের সামারি কোর্ট ও রেড সি মলের মধ্যবর্তী এলাকায় মাইক্রোবাস উল্টে ৭ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের মধ্য চর লরেঞ্চ গ্রামের বদর আলম ছেলে মোঃ আরিফ (২৫) এবং তার ভাগিনা মোঃ হারুনের ছেলে রুবেল(২২)।

২৪ জুন সৌদি আরবে কারখানায় দূর্ঘটনায় নিহত হন রামগতির ১ জন

সৌদি আরবের কারখানা কাজ করার সময় দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগতির উপজেলার নাছির উদ্দিন ফয়সল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাছির সৌদি আরবের হাইলি শহরে একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় মেশিন পরিষ্কারের কাজ করতেন। রোববার (২৪ জুন) রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত আবদুস সহিদ মাস্টার ছেলে।

১২মে সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হন রায়পুরের ১ জন

১২মে সৌদি আরবের তায়েফ শহড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন আবুল কালাম আজাদ (৫৫)। নিহত আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কবিরহাট এলাকার আব্দুল করিম বেপারি বাড়ীর মৃত হেদায়েত উল্লার ছেলে।

১৭ এপ্রিল সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন কমলনগরের ২ ভাই:

 ১৭ এপ্রিল তারিখে সৌদি আরবের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদরসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ও দুই সহোদর হচ্ছেন, কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন(২৬)এবং তার ছোট ভাইয়ের নাম মো. ইব্রাহিম(২৩)। এ দুজন সহোদর ছাড়াও ফেনীর দু’জন, কুমিল্লার তিন’জন  ছিল।

৪ এপ্রিল সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হন রায়পুরের ১ জন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন রায়পুরের বাবুল মিয়া (৪৫)। নিহত বাবুল মিয়া উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের রাড়ী বাড়ীর মৃত আহ্সান উল্যার ছেলে।

২০১৭ সালে

২৫ আগষ্ট কাতারে ‘বিদ্যুতস্পৃষ্ট’ হয়ে লক্ষ্মীপুরের যুবক নিহত

কাতারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নিহত হন।মোহাম্মদ ওমর ফারুক লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের হাবিবুল্ল্যা মেম্বার বাড়ির নবী উল্ল্যার ছেলে।

১৫ জুন সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হন রায়পুরের ১ জন

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক সাইফুল ইসলাম নিহত হন।তিনি লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের ৯নং ওয়ার্ডের সাজী বাড়ীর মৃত: আব্দুর রহমানের তৃতীয় পুত্র। নিহত সাইফুল নিজের গাড়ি দিয়ে যাত্রী নিয়ে দাম্মাম থেকে আল খোবার যাওয়ার পথে শুক্রবার রাত ১১ টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

১১ এপ্রিল ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ২ সহদোরসহ ৩ জনের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের তিনজনের বাড়িই কমলনগরে। ১১ এপ্রিল রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুই ভাই হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫)। নিহত অপর তাদের মামা।

১ মার্চ সৌদিতে সড়ক দুর্ঘটনায় রায়পুরের আবুল খায়ের নিহত 

সৌদিআরব বিমান বন্দর থেকে টেক্সিযোগে বাসায় যাওয়ার পথে  ( ১ মার্চ) রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান আবুল খায়ের ।  সৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।  নিহত আবুল খায়ের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ রায়পুর গ্রামের ছানা ছত্বরের সামনের হাওলদার বাড়ীর আব্দুল কাদেরের তৃতীয় ছেলে ও আবুল কাশেম মাষ্টারের ছোট ভাই।

২০১৬ সালে

২৭ নভেম্বর সৌদি আরবে সোফা কারখানার আগুনে লক্ষ্মীপুরের সহিদের মৃত্যু

সৌদি আরবের দাম্মাম শহরের একটি সোফা কারখানায় আগুন লেগে লক্ষ্মীপুরের আবদুস সহিদ ( ৩৭) নামের এক প্রবাসির করুণ মৃত্যু হয়েছে। সৌদি সময়  ২৭ নভেম্বর রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুস সহিদের বাড়ি রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে।

১ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় তারেক হোসেন বাবু (২১। তারেক হোসেন বাবু লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের (সর্দার বাড়ি) বেলাল হোসেনের বড় ছেলে।

২০১৫ সালে

৮ আগষ্ট সৌদি আরবে বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুরের গ্রামের

সৌদি আরবের আবাহ এলাকার একটি মসজিদে নামাজ আদায়কালে আইএস জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের দরিদ্র নূরনবী ছেলে আফাজ উদ্দিন আজাদ। তিনি সেখানে আসির প্রদেশের আবাহ শহরে পরিচ্ছন্নতার কাজ করতেন ।

১১ জুন সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে রায়পুরের ১ জন নিহত

সৌদি আরবের দাম্মাম শহরের একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন আব্দুর রহমান (৫০)। আব্দুর রহমান রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার মৃত নোয়াব আলী হাওলাদারের এক মাত্র ছেলে।

১১ ফেব্রয়ারি ওমানে পুড়ে কমলনগরের ১ জনের মৃত্যু

ওমানের নিউ সানাইয়া শহরে একটি দর্জি (টেইলার্স) দোকানে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মো. শিপন (২৪)  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

২ ফেব্রয়ারি ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী নিহত

ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী যুবক নিহত হয়েছেন। ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে আল বিরামি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কমলনগর উপজেলার পশ্চিম চরলরেন্স এলাকার মমিন উল্যাহ (২৫), একই উপজেলার করইতলা এলাকার মো. সোহাগ (২৬) ও করুনানগর এলাকার মো. জাকির হোসেন (২৯)।

২০১৪ সালে

২২ অক্টোবর  সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের মাসুদ নিহত

সৌদি আরবের  সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ২২ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় রাত দশটার দিকে মালবাহী ট্রাক চালিয়ে রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার সময় রাফিয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। মাসুদ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

লক্ষ্মীপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর উৎযাপন

চর রমনী মোহনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে দেড় বছর পর আদালতে ভোট গণনা

রামগতিতে অবাধে গলদা চিংড়ির রেণু শিকার চলছেই !

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com