সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে অতিদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

রামগতিতে অতিদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

0
Share

রামগতিতে অতিদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

Ramgoti - pictureনিজস্ব প্রতিনিধি: কমলনগরে এক মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল শুক্রবার অতিদরিদ্র ২৫ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। অতিদরিদ্র কর্মসুচির (ইউপিপি) উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় পেইজ

ডেভেলপমেন্ট সেন্টার নামের একটি বেসরকারি সংস্থা ওই প্রশিক্ষণ আয়োজন করে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে।

সেলাই মেশিন বিতরণ উপলক্ষে রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট রালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের উপপরিচালক মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলেকজান্ডার পাইলট রালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইকবাল হোসেন শাহজাদা, ইউপিপি- উজ্জীবিত কর্মসূচির প্রকল্প সমন্বয়কারি আসাদুজ্জামান, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের লক্ষ্মীপুর অঞ্চল ব্যবস্থাপক আনিসুর রহমান মুন্সী, আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম, কারিগরি কর্মসুচি কর্মকর্তা কাজী মাহবুব, সামাজিক কর্মসুচি কর্মকর্তা মোবারক হোসেন প্রমূখ।

ইউপিপি- উজ্জীবিত কর্মসূচির প্রকল্প সমন্বয়কারি আসাদুজ্জামান জানান, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর উপজেলায় ইউপিপি-উজ্জীবিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইউরোপীয় ইউরিয়নের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টার ওই কর্মসূচি বাস্তবায়ন করছে। ওই কর্মসূচির আওতায় অতিদরিদ্র পরিবারের নারী, পুরুষ ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসতবাড়িতে সবজি চাষ, গরু মোটাতাজা করণ, ছাগল পালন ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ওইসব পরিবারের শিশু, কিশোরী ও গর্ভবতী মায়ের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পুরুষদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, পোকা দমন, কম্পোস্ট সার তৈরী ও পরিবেশবান্ধব কৃষিকাজে পরামর্শ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার পাশাপাশি ঋণ সহায়তা দিয়ে নিবিড় তদারকির মাধ্যমে দরিদ্র পরিবারকে সাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন গ্রহন করার সময় শিক্ষাগ্রামের অতিদরিদ্র পরিবারের নারী স্বপ্না বেগম, চরমেহারের শারমিন আক্তার, চরডাক্তারের সুলতানা রাজিয়া ও চরসেকান্দরের তাছলিমা বলেন, প্রশিক্ষণটি পাওয়ার পর তাদের আত্মবিশ্বাস বেড়েছে। সেলাই মেশিনটি কাজে লাগিয়ে আয় করে তারা সংসারের অভাব দূর করতে সক্ষম হবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণ এবং উপকরণ কাজে লাগিয়ে অতিদরিদ্র পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com